Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌতুকের মামলা, আত্মসমর্পণ করলেন গায়ক ইলিয়াস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৪৪ পিএম

যৌতুকের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করেছেন গায়ক ইলিয়াস হোসাইন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াতের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত বাদীর উপস্থিতিতে আগামী ২ মার্চ শুনানির জন্য দিন ধার্য করেন।

তবে তিনি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জন্য অগ্রিম জামিন নেওয়া থাকায় আপাতত আর জামিনের প্রয়োজন হচ্ছে না তার। মামলার পরবর্তী শুনানি পর্যন্ত আইনজীবীর জিম্মায় থাকবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়াস হোসাইনের স্ত্রী সুবাহর আইনজীবী নাসিদুস জামান নিশান।

সুবাহর আইনজীবী নাসিদুস জামান নিশান জানান, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে করা মামলাটির পরবর্তী শুনানি আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। আজ আদালতে ইলিয়াস ও তার আইনজীবী উভয়ই উপস্থিত ছিলেন। নারী ও শিশু নির্যাতনের মামলা ছাড়াও কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনের নামে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনেও মামলা করেন তার স্ত্রী অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ।

গত বছরের ১ ডিসেম্বর সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন সুবাহ। এটি সুবাহর প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে। বিয়ের এক মাস না পেরোতেই ঝামেলা দেখা দেওয়ায় স্বামী ইলিয়াসের বিরুদ্ধে এ মামলা করেছিলেন সুবাহ। রাজধানীর বনানী থানায় গত ৩ জানুয়ারি এ মামলা করেন এ অভিনেত্রী। পরদিন ৪ জানুয়ারি বিকেলে সংবাদ সম্মেলনে এসে এ কথা জানান তিনি। এ সময় ইলিয়াসের বিচারের দাবিও জানান সুবাহ।

উল্লেখ্য, এর আগে গায়ক ইলিয়াস হোসেন ২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী নিশাত তাবাসসুমকে বিয়ে করেন। এরপর কারিন নাজ নামের এক মডেলকে বিয়ে করেন ইলিয়াস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ