মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ আফ্রিকায় গাড়ি থেকে নগদ অর্থ কেড়ে নেওয়ার চেষ্টাকালে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ১০ ডাকাত নিহত হয়েছেন। গতকাল সোমবার দেশটি কর্তৃপক্ষ এমনটি জানায়।
দক্ষিণ আফ্রিকার পুলিশ বিভাগের মন্ত্রী ভেকি সেলে এর আগে জানিয়েছিলেন, অর্থ বহনকারী গাড়ি থেকে নগদ অর্থ কেড়ে নেওয়ার চেষ্টাকালে সন্দেহভাজন আটজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
তবে দেশটির স্বাধীন পুলিশ তদন্ত অধিদপ্তরের মুখপাত্র গ্রেস লাঙ্গা বলেন, নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ জোহানেসবার্গের রোসেটেনভিলের শহরতলিতে একটি পরিকল্পিত ডাকাতি প্রতিরোধ করতে হেলিকপ্টার মোতায়েন করে পুলিশ। ডাকাতেরা হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালালে পুলিশও সন্দেহভাজনদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।
ভেকি সেলে সাংবাদিকদের বলেন, অতর্কিতভাবে তারা হেলিকপ্টারে হামলা চালায়। তারা পাইলটকে গুলি করে।
দক্ষিণ আফ্রিকার পুলিশ বিভাগের মন্ত্রী জানান, দক্ষিণ-পূর্ব কোয়াজুলু-নাটাল প্রদেশের পাশাপাশি প্রতিবেশী জিম্বাবুয়ে ও বতসোয়ানা থেকে আসা ২৫ সদস্যের একটি ডাকাত দল অর্থ কেড়ে নেওয়ার চেষ্টা করে। এছাড়া জীবিত অবস্থায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।