বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের মণিরামপুরে নিজ সেচ পাম্পে বিদ্যুতায়িত হয়ে নুর মোহাম্মদ সরদার (৬১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চাকলার একটি মাঠে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের সরদার পাড়ার মৃত মোকছেদ আলী সরদারের ছেলে।
নিহতের স্ত্রী আম্বীয়া খাতুন বলেন, সকালে আমার স্বামী জমিতে সেচ ও সার দিতে যান। প্রতিদিনের ন্যায় আমি তার জন্য খাবার নিয়ে মাঠে যায়। ক্ষেতে তাকে দেখতে না পেয়ে সেচ পাম্পের ঘরে যেয়ে দেখি তিনি পাম্পের মোটরের সাথে থাকা টিউবওয়েলে ওপর পড়ে আছেন।
তিনি আরো বলেন, আমার স্বামীর কোনো সাড়া না পেয়ে চিৎকার দিলে মাঠের লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন বলেন, নূর মোহাম্মদের দেহের দুই অংশে পুড়ে গেছে। এতে আমরা নিশ্চিত হয়েছি বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তিনি মারা গেছেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।