মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরানের সার্বিক পরমাণু চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে যদি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সদিচ্ছা থাকে, তাহলে পরমাণু ইস্যুতে অল্প সময়ের মধ্যে চুক্তি স্বাক্ষর করা সম্ভব।
সোমবার সফররত আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে আব্দুল্লাহিয়ান এ-কথা বলেছেন। তিনি বলেন, ইরান আশা করে যত দ্রুত সম্ভব চুক্তি স্বাক্ষর করা হবে। তবে, আলোচনা যুক্তিযুক্ত কাঠামোর আলোকে হতে হবে এবং ইরানের স্বার্থ রক্ষা করতে হবে।
আব্দুল্লাহিয়ান বলেন, আলোচনায় অংশগ্রহণকারী পশ্চিমা দেশের উচিত সার্বিক চুক্তিতে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে সদিচ্ছা দেখানো। পশ্চিমা দেশগুলো ইরানের ওপর হুমকি ও চাপ দেয়- যা চুক্তি স্বাক্ষরের জন্য সহায়ক নয়।
তিনি আরও বলেন, আলোচনা কখন শেষ হবে, তা নির্ভর করে আলোচনার অবস্থার ওপর এবং পশ্চিমা দেশগুলোর সদিচ্ছার ওপর। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।