Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চার ব্যবসায়ীকে জরিমানা

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১৫ পিএম

যশোরের চৌগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের উপ-পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে শহরের ঝিকরগাছা সড়কের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচলনা করা হয়। এ সময় শহরের চার ব্যবসায়ীকে বিভিন্ন অভিযোগে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আদালত সূত্রে জানা যায়, মেয়াদউত্তীর্ণ ওষুধ ও কো¤পানির স্যা¤পল ওষুধ বিক্রির অভিযোগে শহরের ঝিকরগাছা সড়কের খান ফার্মেসীর মালিক বিল্লাল হোসেন খানকে আট হাজার টাকা, মেয়াদউত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে আরাফাত বেকারীর রানা হোসেনকে পাঁচ হাজার টাকা, মেয়াদউত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির অভিযোগে আসলাম স্টোরের মালিক আসলাম উদ্দীনকে দুই হাজার টাকা ও দোকানে মূল্যতালিকা না টানানোর অভিযোগে মেসার্স নূর মোহাম্মদ স্টোরের মালিক নূর মোহাম্মদকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আদালতের বিচারক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের উপ-পরিচালক ওয়ালিদ বিন হাবিব বলেন, মেয়াদউত্তীর্ণ দ্রব্যাদি বিক্রি, মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অভিযোগে চার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ