Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা হচ্ছেন সঙ্গীতশিল্পী পুতুল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৩৩ এএম

মা হতে চলেছেন রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান’ দিয়ে শ্রোতা মহলে পরিচিতি পাওয়া জনপ্রিয় সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। সব কিছু ঠিক থাকলে জুলাইয়ের প্রথম সপ্তাহে কিংবা জুনের শেষেই সন্তানের মুখ দেখার অপেক্ষা করছেন তিনি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিষয়টি জানিয়েছেন এই শিল্পী।

ফেসবুকে এক পোস্টে এ গায়িকা লেখেন, ‘ফালগুন এবার একেবারেই অন্য আমেজে ধরা দিয়েছে আমার কাছে। এবার ফালগুন বরণ করছি আরেকটা অধরা সত্তাকে সঙ্গে নিয়ে, যে আমারই ভেতর বেড়ে উঠছে। একটা পরিপূর্ণ সত্তা হওয়ার জন্য আমার ভেতর যার বিপুল উচ্ছ্বাস। অনুভব করছি, প্রতিনিয়ত একটা ভ্রমণ থেকে সত্তা হয়ে ওঠার তোড়জোড় তার। হ্যাঁ, মা-বাবা হতে চলেছি আমি আর সৈয়দ রেজা আলী।’

গত বছরের ১৪ এপ্রিল অস্ট্রেলিয়া প্রবাসী ব্যাংকার, সংগীত পরিচালক ও দীর্ঘদিনের বন্ধু সৈয়দ রেজা আলিকে বিয়ে করেন পুতুল। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিজেই জানান সংগীতশিল্পী পুতুল। সেইসঙ্গে পারিবারিক আবহে সম্পন্ন হওয়া বিয়ের ছবিও পোস্ট করেন এই শিল্পী। তাদের বিয়ের পর প্রথম ভালোবাসা দিবসের দিনই সুখবর দিলেন এই দম্পতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ