Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ের ভালুকিয়া ব্রিক ফিল্ড বন্ধ ও ৩০ হাজার টাকা জরিমানা

কাপ্তাই (রাঙামাটি)উপজেলাসংবাদদাতা, | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৩৩ পিএম

কাপ্তাই উপজেলার রাইখালী ভালুকিয়া মেসার্স আশা ব্রিকস্ ম্যানুফ্যাকচার ব্রিক ফিল্ড বন্ধ ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

রবিবার বেলা ১২ টায় মহামান্য হাইকোর্টের নির্দেশে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেন ভালুকিয়া মেসার্স আশা ব্রিকস ম্যানুফ্যাকচারীতে ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে।

ইট ভাটার লাইসেন্স না থাকা, অবৈধ ভাবে গাছ ও পাহাড় কেটে ইট তৈরি করার অপরাধে ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইনের ২০১৩ সনের ১৫ (ক) উপধারা মোতাবেক মেসার্স আশা ব্রিকস্ ম্যানুফ্যাকচার কেরানী শ্যামল দাশকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের দন্ড প্রদান করেন। এসময় চন্দ্রঘোনা থানার পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
উল্লেখ্য, কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন ভালুকিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে বিগত ১০ বছর ধরে ওই ইট ভাটা পরিচালনা করে আসছেন মালিক পক্ষ। এ নিয়ে জাতীয় এবং আঞ্চলিক দৈনিকে একাধিকবার সংবাদ প্রকাশ করলে প্রশাসনের টনক নড়ে। সংবাদ প্রকাশের জেরে উক্ত ইট ভাটা জরিমানা ও বন্ধ করে দেয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ