Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইইউ ১৫ হাজার কোটি ইউরো বিনিয়োগ করবে আফ্রিকায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

আফ্রিকায় ১৫ হাজার কোটি ইউরোর বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সম্প্রতি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন সেনেগালের রাজধানী ডাকারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সাল। খবর ডয়চে ভেলে। তথ্য বলছে, ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভ স্কিমের প্রচার এবং আগামী সপ্তাহে নির্ধারিত ইইউ আফি্রকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে ভন ডার লেন সেনেগালে অবস্থান করছেন। সাংবাদিকদের ভন ডার লেন বলেন, আফ্রিকাণ্ডইউরোপ প্রোগ্রামের জন্য ১৫ হাজার কোটি ইউরোর বেশি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। এ পরিকল্পনাকে ইইউর বৈশ্বিক বিনিয়োগের কৌশল উল্লেখ করে তিনি বলেন, এটি ইইউর গ্লোবাল গেটওয়ে ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভের অংশ হিসেবে বাস্তবায়ন হওয়া প্রম আঞ্চলিক প্যাকেজ হতে যাচ্ছে। গ্লোবাল গেটওয়ে ২০২৭ সালের মধ্যে বিশ্বজুড়ে সরকারি ও বেসরকারি অবকাঠামো প্রকল্পের জন্য ৩০ হাজার কোটি ইউরো পর্যন্ত বিনিয়োগ করতে চায়। ইইউর নিজস্ব তহবিল, ইইউ সদস্য ও ইউরোপীয় ব্যাংকগুলোর যৌথ প্রয়াসে এ তহবিল সংগ্রহ করা হবে। ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফ্রিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ