Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ.আফ্রিকা ও আফগানদের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে এবং ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। সরাসরি সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া দলগুলোর প্রস্তুতি ম্যাচ হবে ব্রিজবেনের দুটি মাঠে। তবে বিশ্বকাপের মূল ভেন্যু গ্যাবায় নয়, বাংলাদেশ ম্যাচ দুটি খেলবে অ্যালান বোর্ডার ফিল্ডে।
বিশ্বকাপের জন্য কয়েকটি দেশ এরই মধ্যে তাদের দল ঘোষণা করেছে। চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বের দুটি ম্যাচই হেরে বাদ পড়া বাংলাদেশ এখনও দল দেয়নি। আগামী ১৬ অক্টোবর শ্রীলঙ্কা ও নামিবিয়ার প্রাথমিক পর্বের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। বাংলাদেশের প্রথম ম্যাচ হোবার্টে। আগামী ২৪ অক্টোবর প্রাথমিক পর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গে খেলবে তারা।
বৈশ্বিক আসরের আগে নিউজিল্যান্ড, পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটির সব ম্যাচই হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। বিশ্বকাপের প্রাথমিক পর্বের দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে মেলবোর্নের দুটি ভেন্যুতে, আগামী ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর। প্রস্তুতি ম্যাচগুলো দর্শকদের জন্য উন্মুক্ত নয়। তবে গ্যাবায় অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া-ভারত, ইংল্যান্ড-পাকিস্তান, আফগানিস্তান-পাকিস্তান ও নিউজিল্যান্ড-ভারতের প্রস্তুতি ম্যাচ স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ.আফ্রিকা ও আফগানদের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ