Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৩:২২ পিএম

গ্রামের বাড়ির জমিজমা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে ঘাতক স্বামী।

হারিচা বেগম নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী এহিয়া মোল্লাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজধানী ঢাকার মিরপুরে দারুসসালাম থানাধীন মাজার রোড প্রথম কলোনির একটি বাসায়।

শনিবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ শাকিল। মাজার রোড প্রথম কলোনি একটি বাড়ির দ্বিতীয় তলায় স্বামী-স্ত্রী ও তাদের ছেলে এবং তার বউ থাকতেন।

সুলতান মাহমুদ শাকিল জানান, শুক্রবার দিনগত রাতে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিকশাচালক স্বামী হাতুড়ি দিয়ে তার স্ত্রীকে মাথায় ও মুখমণ্ডলে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ৪৫ বছর বয়সী হারিচা বেগম মারা যান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ