Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় গাছ চাপায় স্কুল ছাত্রী মৃত্যু

কলাপাড়া(পটুয়াখালী) স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৫:২৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় টমটম থেকে গাছ ছিটকে রাস্তার পাশে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সুরাইয়া বেগম (৮) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে। মৃত সুরাইয়া পার্শ্ববর্তী আমতলী উপজেলার কাউনিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে। সে তৃতীয় শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুরাইয়া তার মা তানিয়ার সাথে ৭ ফেব্রুয়ারি রসুলপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। আজ বৃহস্পতিবার দুপুরে নানা বাড়ির উঠানে খেলা করতে ছিলো। উঠানের সামনের একটি গাছ কেটে চেরাই করার জন্য টমটমে তুলতে ছিলো শ্রমিকরা। এ সময় গাছের খন্ড টমটমে তুলতে গিয়ে ছিটকে রাস্তার পাশে দাড়ানো সুরাইয়ার ঘাড় ও মাথায় আঘাত লাগে। তাৎক্ষণিক তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জানায়, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
কলাপাড়া থানার ওসি জসিম জানান, এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ