মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আমেরিকা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলছে, কিন্তু তা যথেষ্ট নয়।
তিনি আজ (শনিবার) আরও বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, কিন্তু সবাই এটা ভালো করেই জানে এটুকু দিয়ে হবে না, এটা যথেষ্ট নয়। আমেরিকাকে বেসামরিক পরমাণু কর্মসূচি সংক্রান্ত নিষেধাজ্ঞাসহ সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলে তিনি জানান।
আমেরিকা ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালে অবৈধভাবে বেরিয়ে গেছে। এরপর থেকে ইরানের বিরুদ্ধে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। কিন্তু তাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান সামনের দিকে এগিয়ে গেছে। নিষেধাজ্ঞা ব্যর্থ হওয়ার পর এখন এ ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার কথা বলছে আমেরিকা।
গতরাতে একজন মার্কিন কর্মকর্তা ইরানের বিরুদ্ধে পরমাণু নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার কথা জানিয়েছেন। তবে ইরান প্রথম থেকেই বলে আসছে নিষেধাজ্ঞা পরিপূর্ণভাবে প্রত্যাহার করতে হবে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।