বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ফতুল্লার ডিক্রিরচর গুদারাঘাটি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় জেলা ক্যাব এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সেলিমুজ্জামান জানান, সদর উপজেলার ডিক্রিরচর, গুদারাঘাট এলাকায় কয়েকটি ইটের ভাটা পরির্দশন করা হয় । এসময় ইউঝ ২০৮:২০০৯ অনুযায়ী ইটের সঠিক পরিমাপ যথাক্রমে দৈর্ঘ্য ২৪ সেন্টি মিটার প্রস্থ ১১.৫ সেন্টিমিটার উচ্চতা ৭ সেন্টিমিটার হওয়ার কথা। কিন্তু অভিযানকালে ইটের সঠিক পরিমাপ না থাকার অপরাধে মের্সাস হাজী শরিয়ত উল্লাহ (রঃ) ব্রিকস ম্যানুফ্যাকচারারকে ৪৫ ধারায় ৫০ হাজার টাকা ও ৪৮ ধারায় ৫০ হাজার টাকা এবং মের্সাস আল মদিনা ট্রেডার্সকে ৪৫ ধারায় ৫০ হাজার টাকা ও ৪৮ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।