Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

উশুর সেরা সংগঠক কুদ্দুস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ৭:৪১ পিএম | আপডেট : ১২:০৯ এএম, ১ ফেব্রুয়ারি, ২০২২

দেশের উশু খেলার উন্নয়নে নিরলস কাজ করার পুরস্কার স্বরূপ বাংলাদেশ উশু ফেডারেশন ২০২১ সালের সেরা সংগঠক মনোনীত করেছে ফেডারেশনের কোষাধ্যক্ষ ও দেশসেরা সাইক্লিং কোচ মো. আবদুল কুদ্দুসকে। রোববার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের সমাপণী দিনে কুদ্দুসের হাতে সেরা সংগঠকের পুরস্কার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ, কে আব্দুল মোমেন। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপ এমপি এবং সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন। সেরা সংগঠক নির্বাচিত হয়ে আবেগ-আপ্লুত কুদ্দুস সোমবার বলেন,‘এই পুরস্কার আমাকে উজ্জীবিত করেছে। ফেডারেশনের এই সম্মাননা আমাকে উশু খেলার উন্নয়নে বেশি বেশি কাজ করতে উৎসাহ যোগাবে। আমাকে সেরা সংগঠক নির্বাচিত করায় ধন্যবাদ জানাই উশু ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দকে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উশু

৩১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ