Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় উশুর সেরা সেনাবাহিনী-আনসার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ৯:১৮ পিএম

বঙ্গবন্ধু জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ও নারী বিভাগে বাংলাদেশ আনসার সেরার খেতাব জিতেছে। রোববার বিকালে মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চার দিনব্যাপী টুর্নামেন্টের সমাপণী দিনের খেলা শেষে পুরুষ বিভাগে ৭টি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ ২১টি পদক জিতে চ্যাম্পিয়ন হয় সেনাবাহিনী। ৬ সোনা এবং ৪টি করে রুপা ও ব্রোঞ্জসহ ১৪টি পদক পেয়ে রানার্সআপ হয়েছে আনসার। অন্যদিকে নারী বিভাগে ১১টি স্বর্ণ, ৭ রৌপ্য ও এক ব্রোঞ্জসহ ১৯টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয় আনসার। ৯ সোনা, ৮ রুপা ও ৩ ব্রোঞ্জসহ ২০টি পদক জিতে রানার্সআপ হয়েছে সেনাবাহিনী।

খেলা শেষে উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপ এমপির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ, কে আবদুল মোমেন এমপি। অনুষ্ঠানের বিশেষ অতিথি যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন সহ আরও উপস্থিত ছিলেন উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, সদস্য লায়ন খন্দকার মো.সেলিম, এন, ই, এন গ্রুপের চেয়ারম্যান শেখ ইফাজ আহমেদ এবং আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উশু

৩১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ