Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ৭:১৮ পিএম

সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনেই জাঁকজমক আয়োজনে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ। তাউলু ডিসিপ্লিনের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দেশের দুই শতাধিক উশুকা। নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে রৌপপদক জয়ী মরজিনা আক্তার এবং ওমর ফারুকরাও বঙ্গবন্ধু জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন নতুনদের সঙ্গে। বৃহস্পতিবার বিকেলে শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন। কাল প্রথম দিনে তাউলু’র বিভিন্ন ইভেন্টের ডেমোনেস্ট্রেশন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষ হবে শনিবার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উশু চ্যাম্পিয়নশিপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ