Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উশুর ক্যাম্প শুরু বুধবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ৭:৩২ পিএম

আন্তর্জাতিক উশু ফেডারেশনের (আইডব্লুইউএফ) আয়োজনে উশু তাউলু প্রতিযোগিতা ১৫ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া এশিয়ান উশু ফেডারেশনের (এডবব্লুইউএফ) আয়োজনে এশিয়ান ট্র্যাডিশনাল উশু প্রতিযোগিতা (ভার্চুয়ালি) বুধবার থেকে শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। যার ভিডিও ফুটেজ ১৪ সেপ্টেম্বরের মধ্যে এডব্লুইউএফতে পাঠানো হবে। এ দুই আন্তর্জাতিক আসরে অংশ নিতে জাতীয় উশু দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হচ্ছে বুধবার। মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ১৮ জন উশুকাসহ ২১ সদস্যের দলটি এই ক্যাম্পে থাকবেন। প্রশিক্ষণ ক্যাম্পের উশুকা ও কর্মকর্তারা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় (ভার্চুয়ালি) অংশ নেবেন বলে গতকাল জানান উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উশু

৩১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ