নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধু জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের পুরুষ ও নারী দু’বিভাগেই সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অন্যদিকে দু’বিভাগেই রানার্সআপ হয় বাংলাদেশ আনসার। শনিবার শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে তিন দিন ব্যাপী প্রতিযোগিতার শেষ দিনের খেলা শেষে পুরুষ বিভাগে সেনাবাহিনী ৫টি স্বর্ণ, তিনটি রুপা ও একটি ব্রোঞ্জপদক জেতে। রানার্সআপ আনসার পায় চার সোনা, স্বর্ণ, দুই রুপা ও চারটি ব্রোঞ্জপদক। নারী বিভাগে ৮ স্বর্ণ ও দু’টি রৌপ্যপদক জিতে চ্যাম্পিয়ন হয় সেনাবাহিনী এবং দু’টি স্বর্ণ, সাত রুপা ও একটি ব্রোঞ্জপদক জয় করে রানার্সআপ আনসার। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। এ সময় উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন উপস্থিত ছিলেন। আসরের তাউলু ইভেন্টে বিকেএসপি, সার্ভিসেস ও জেলা মিলিয়ে ১৪ দলের দুইশ’ জন পুরুষ ও নারী উশুকা অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।