নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রাণঘাতি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে হানা দেয়ার কারণে বিশ্বব্যাপী বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এমন আতঙ্কে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে যাচ্ছেন উশুর নেপালি কোচ মোহন বাহাদুর পা-ে মাগার। যদিও বাংলাদেশ উশু ফেডারেশনের সঙ্গে চুক্তি মোতাবেক তার মেয়াদা ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আগেভাগেই তিনি চলে যাচ্ছেন। এ প্রসঙ্গে পা-ে শুক্রবার বলেন,‘ খুব দ্রুতই ছড়িয়ে যাচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। অনেক দেশই তাদের বিমান চলাচল সীমিত করেছে। ইতোমধ্যে ভারতেও রোগী শনাক্ত হয়েছে। তাই আমি নেপালে ফিরে যেতে চাই। সেখানে নেপালগঞ্জ জেলায় আমার স্ত্রী ও তিন সন্তান চিন্তায় আছে আমার জন্য।’
এদিকে পা-ের জন্য টিকিট নিশ্চিত করছে উশু ফেডারেশন। সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, ‘ওমিক্রন আতঙ্কে রয়েছেন পা-ে। তাই আমরা তাকে যথাসম্ভব দেশে পাঠিয়ে দিচ্ছি।’ তিনি যোগ করেন, ‘বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপে দু’টি স্বর্ণসহ ৩৪টি পদক পেয়েছি আমরা। এশিয়ান ট্রেডিশনাল উশুতেও ১৩টি পদক জিতেছি। তাই আমরা চেয়েছিলাম ২০২৩ সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য দু’বছর ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম চালাতে। কিন্তু মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনেক ফেডারেশনই তাদের অনুশীলন কার্যক্রমের জন্য অনুমতি নিয়ে রেখেছে। আমরা যাযাবরের মতো ঘুরছি। নির্ধারিত ভেন্যুর অভাবে অনুশীলন করাতে পারছি না। তাই নেপালি কোচকেও আটকে রাখতে পারছি না। তবে আমরা ইরান ও চীনের কোচ খুঁজছি আসন্ন এসএ গেমসে স্বর্ণ জয়ের স্বপ্নপূরণ করতে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।