বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তারেক (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তারেক উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাজির পাড়া এলাকার বাবুলের ছেলে।
সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের শিশুতলা রাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই কিশোরের মৃত্যু হয়।
প্রতক্ষদর্শীরা জানান, ছদাহা ইউনিয়নে ইউপি নির্বাচনের মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মোরশেদুর রহমানের পোস্টার লাগাতে গিয়ে মো. তারেক নামে এক কিশোরের বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে সাতকানিয়া একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোরশেদুর রহমান বলেন, ‘আমি নির্বাচনী প্রচারণায় আছি এবং ব্যস্ত। কোথাও আমার পোস্টার লাগাতে গিয়ে কিশোর মারা গেছে সে খবর শুনি নাই।’
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। কিশোর মৃত্যুর বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।