বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চুয়াডাঙ্গার সদর উপজেলার আমিরপুর গ্রামে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে এক বৃদ্ধা মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, আমিরপুর গ্রামের মরহুম রহমানির স্ত্রী নিগারুন নেছা (৮০) দুর্ঘটনার সময় আমিরপুর ও বোয়ালমারী গ্রামের মাঝামাঝি রেললাইন পার হচ্ছিলেন। সে সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে তিনি রেললাইনের ওপর পড়ে যান। ওই সময় তিনি ট্রেনের চাকায় কাটা পড়েন। মৃত বৃদ্ধার লাশ চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন ফাঁড়িতে নেয়া হয়। পরিবারের সদস্যদের এ দুর্ঘটনার ব্যাপারে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশটি দাফনের জন্য তাদের কাছে দিয়ে দেয়া হয়েছে। এ বিয়য়ে একটি অপমৃত্যু মামলা হবে বলেও তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।