মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বড় ধরনের যৌথ নৌ মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া, চীন ও ইরান। শুক্রবার ভারত মহাসাগরে এই মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
মহড়ার পরিকল্পনা সম্পর্কে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন দেশটির নৌ বাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজেদ্দিনি। তিনি জানান, ২০২২ সালের মেরিন সিকিউরিটি বেল্ট মহড়াটি ভারত মহাসাগরের উত্তর অংশে ১৭ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হবে।
রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজেদ্দিনি বলেন, এই মহড়ার লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা জোরদার করা, সামুদ্রিক সন্ত্রাসবাদ এবং জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করা, অনুসন্ধান ও উদ্ধার এলাকায় তথ্য বিনিময় করা এবং কৌশলগত অপারেশনের অভিজ্ঞতা শেয়ার করা। সূত্র : আনাদোলু এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।