Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

টোঙ্গায় অগ্ন্যুৎপাতের পর সুনামির ঢেউয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ১১:১৯ এএম | আপডেট : ১:৩২ পিএম, ১৬ জানুয়ারি, ২০২২

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, শক্তিশালী অগ্ন্যুৎপাতের পর সুনামির ঢেউয়ে প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার রাজধানীতে নুকু'আলোফায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে দেশটিতে থাকা নিউজিল্যান্ডের দূতাবাসের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাইপাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কম্পন পুরো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনুভূত হয়েছে। ফলে দ্বীপ রাষ্ট্র টোঙ্গার লক্ষাধিক মানুষ ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে যোগাযোগ করতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে মানবিক সহায়তাকারী দলগুলোর।
রবিবার (১৬ জানুয়ারি) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘সুনামি রাজধানী নুকু’আলোফার উত্তর দিকের উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে আঘাত হেনেছে। ঢেউয়ের তোড়ে সেখানকার নৌকা ও বড় বড় পাথর ভেসে গেছে। তবে এখনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি গভীরভাব পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ফিজির রাজধানী সুভা’য় থাকা আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস কর্তৃপক্ষ।
নিউজিল্যান্ডের টোঙ্গান গির্জায় প্রার্থনার আয়োজন করা হয়েছে। টোঙ্গা থেকে নিউজিল্যান্ডের দুরত্ব প্রায় ২ হাজার চারশো কিলোমিটার। অগ্ন্যুৎপাত ও সুনামির প্রভাবে দেশটিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবারে সৃষ্ট অগ্ন্যুৎপাতে গ্যাস, ধোঁয়া ও ছাই আকাশে ২০ কিলোমিটার পর্যন্ত উচ্চতা ছুঁয়েছে। আট মিনিটের এই অগ্ন্যুৎপাত এত বড় ছিল যে ফিজিতেও বিকট শব্দ শোনা গেছে। যা ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত। এমনকি ২ হাজার ৩০০ কিলোমিটার দূরে নিউ জিল্যান্ডেও ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বিপজ্জনক এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্ন্যুৎপাত

২১ সেপ্টেম্বর, ২০২১
২৩ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ