Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বারুজারির অগ্ন্যুৎপাত, পর্যটকদের সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপের মাউন্ট বারুজারির অগ্ন্যুৎপাতে হাজারের বেশি পর্যটককে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ওই এলাকার আশপাশে অবস্থান করা কয়েকশ’ পর্যটককে সরিয়ে নিতে অনুসন্ধান অব্যাহত রয়েছে। অগ্ন্যুৎপাতের ফলে বাতাসে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়েছে। মাউন্ট রিঞ্জানি’র পাশে অবস্থিত হওয়ায় ‘চাইল্ড অব রিঞ্জানি’ নামে পরিচিত আগ্নেয়গিরিটিতে স্থানীয় সময় গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। এর ধোঁয়া সাড়ে ৬ হাজার ফুট পর্যন্ত ওপরে উঠে যায়। ফলে লম্বক ও পার্শ্ববর্তী বালি বিমানবন্দরে ফ্লাইট অবতরণে বিঘ্ন ঘটে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা সুতোপো পুরো নুগরাহো বলেন, গত রোববার (২৫ সেপ্টেম্বর) থেকে সর্বশেষ চারশ’ বিদেশি ও স্থানীয় পর্যটক পবর্তটি আরোহণের জন্য নাম নিবন্ধন করেন। আমরা এখনও ৩৮৯ জন পর্যটককে খুঁজছি, যার মধ্যে অধিকাংশই বিদেশি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বারুজারির অগ্ন্যুৎপাত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ