মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে লাভা উদ্গিরণ শুরু হওয়ায় জরুরি অবস্থা জারি করে স্থানীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে। হাওয়াইয়ের ‘বিগ আইল্যান্ডে’ প্রায় এক হাজার ৭০০ মানুষের বাস। স্থানীয় প্রত্যক্ষদর্শী একজন বলেন, মাউন্ট কিলাউয়ার জ্বালামুখ দিয়ে লাভ উদ্গিরণ শুরু হয়ে গেছে এবং তিনি আগুনে রাস্তা তৈরি করে লাভার স্রোত নিচে নামতে দেখেছেন। তিনি সালফার এবং গাছগাছালি পোড়ার গন্ধ পেয়েছেন বলেও জানান। গত কয়েকদিন ধরে হাওয়াই দ্বীপে বেশ কয়েক দফা ভূমিকম্প হয়। যুক্তরাষ্ট্র রেড ক্রস থেকে সেখানে একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। উদ্ধার কাজে সহায়তার জন্য এরই মধ্যে হাওয়াই ন্যাশনাল গার্ড কাজ শুরু করেছে বলে জানান গভর্নর ডেভিড আইজিই। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।