মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্বয়ংক্রিয় আগ্নেয়গিরি। এর নাম মাওনা লোয়া। হাওয়াইর কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, এটি থেকে বড় ধরনের অগ্ন্যুৎপাতের শঙ্কা দেখা দিয়েছে। কারণ এ ধরনের সব লক্ষণ দেখা যাচ্ছে। শুক্রবার (২৮ অক্টোবর) এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞানীরা জানিয়েছেন, অগ্ন্যুৎপাত খুব শিগগির শুরু না হলেও তারা সতর্ক। কারণ সম্প্রতি আগ্নেয়গিরিটির শীর্ষে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে।
বিশেষজ্ঞরা বলেছেন, অগ্ন্যুৎপাত শুরু হলে আশপাশের বাড়িঘরে লাভা পৌঁছাতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগতে পারে। মাওনা লোয়ায় সবশেষ অগ্ন্যুৎপাত হয় ১৯৮৪ সালে।
এদিকে হাওয়াইয়ের সিভিল ডিফেন্স এজেন্সি সম্ভাব্য জরুরি অবস্থার জন্য কীভাবে প্রস্তুতি নেওয়া যায় সে সম্পর্কে বাসিন্দাদের জানাতে দ্বীপজুড়ে বৈঠক করছে। বাসিন্দাদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনাও দেওয়া হচ্ছে।
হাওয়াই কাউন্টি সিভিল ডিফেন্সের প্রশাসক তালমাজ ম্যাগনো বলেছেন, সবাইকে আতঙ্কিত করার দরকার নেই, তবে তাদের সচেতন করতে হবে যে, আপনারা মাউনা লোয়ার ঢালে বাস করছেন। কারণ এক ধরনের লাভা বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে এখানে।
ম্যাগনো বলেন, আগ্নেয়গিরিটি হাওয়াই দ্বীপের ল্যান্ডমাসের ৫১ শতাংশজুড়ে রয়েছে, তাই দ্বীপের একটি বড় অংশ অগ্ন্যুৎপাত দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সূত্র : এপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।