Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেডফোন লাগিয়ে মোবাইলে গেম, ট্রেনে কাটা পড়ল তরুণ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১১:১৯ এএম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকায় হেডফোন কানে দিয়ে গেম খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক কিশোর নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে দিনোবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকার মজিদ মিয়ার ছেলে রাসেল (১৫)।

স্থানীয়রা জানান, রাসেল রেল লাইনে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে গেম খেলছিল। এ অবস্থায় ঢাকাগামী রংপুর এক্সপ্রেসে সংযোগকারী শাটল ট্রেনটি কুড়িগ্রাম থেকে কাউনিয়া যাত্রী নিয়ে যাওয়ার পথে ওই ট্রেনে নিচে কাটা পড়ে রাসেল। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, নিহত ওই কিশোরের বাড়ি রেললাইনের পাশেই অসাবধানতাবসত ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ