Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলের মৃত্যুর পর আইরিশ সরকার আর হাসপাতালকে ‘অশুভ’ বললেন শিনেড ও’কনর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ৭:০৪ এএম

ক্যারিয়ারের রমরমা অবস্থায় বরাবরই প্রতিবাদী ছিলেন গায়িকা শিনে-ড ও’কনর। একবার পোপের ছবি ছিড়ে তিনি বিশ্বব্যাপী সমালোচিত হয়েছিলেন। তার গানের বানিতেও প্রতিবাদ ছিল স্পষ্ট। ইসলাম ধর্ম গ্রহণ করে শুহাদা নাম গ্রহণও ছিল এক ধরণের প্রতিবাদ। আবার তিনি তার ক্ষুব্ধ প্রতিবাদ ব্যক্ত করেছেন। তার ১৭ বছর বয়সী ছেলে নেভি’ম-এর মৃত্যুর পর তিনি আইরিশ প্রশাসন আর হাসপাতাল ব্যবস্থাকে ‘অশুভ বলে চিহ্নিত করেছেন।
শিনেডের ছেলে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন এবং শনিবার তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
গায়িকা তার সামাজিক মাধ্যমে জানিয়েছেন তার ছেলে ‘পার্থিব প্রতিকূলতার অবসান ঘটাবার সিদ্ধান্ত নিয়েছিল’ সে কারণ ‘কেউই তার নজির অনুসরণ করে না’।
শিনে-ড ওরফে শুহাদা টুইট করেছেন : “ আমার সুন্দর ছেলে, নেভি’ইম নেস্টা আলি শেন ও’ কনর, ছিল আমার জীবনের আলো, সে তার পার্থিব জীবনের প্রতিকূলতার অবসান ঘটাবার সিদ্ধান্ত নিয়েছে, এখন সে স্রষ্টার কাছে আছে, সে শান্তিতে থাকুক, আর কেউ তার এই কাজের অনুসরণ না করুক। আমার সন্তান, আমি তোমাকে ভালবাসি। শান্তিতে থাক।”
শিনেডের ছেলে শেন ডাবলিনের টালাট হাসপাতালে ‘আত্মহত্যার ঝুঁকি’র জন্য নজরদারিতে ছিলেন। ছেলের অকাল মৃত্যুতে শিনে-ড আয়ারল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা, সরকার এবং পরিবার সহায়তা সংস্থার তীব্র সমালোচনা করেছেন।



 

Show all comments
  • jack ali ১০ জানুয়ারি, ২০২২, ৫:০৪ পিএম says : 0
    May Allah help her from deep pain caused by his son's death. Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ