মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় জলসীমান্তে ভুল করে ঢুকে পড়ায় পাকিস্তানের একটি মাছ ধরা নৌকা ও ১০ জন জেলেকে আটক করা হয়েছে। গুজরাটের তাদেরকে আটকায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।
রোববার খবরটি নিশ্চিত করেছে ভারতের প্রতিরক্ষা বিভাগ। উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, নৌকাটির নাম ইয়াসিন। শনিবার রাতে গুজরাটের সমুদ্র উপকূলে টহলদারি চালানোর সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নজরে আসে সেটি।
উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘অঙ্কিত’ তার দিকে এগিয়ে যায় এবং নাবিক-সহ ‘ইয়াসিন’কে আটক করে সকালে নিয়ে আসা হয় পোরবন্দরে। সেখানেই শীর্ষ কর্মকর্তারা নৌকার নাবিকদের জিজ্ঞাসাবাদ করেন। টুইট করে এমনই জানিয়েছেন উপকূলরক্ষী বাহিনীর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা।
এর আগে গত বছরের ডিসেম্বরেও এই গুজরাটের জলসীমান্তেই একটি পাকিস্তানি নৌকা ধরা পড়েছিল। তাতে ৭৭ কেজি মাদক-সহ ৬ জন নাবিককে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। সেই অভিযানে উপকূল বাহিনীর সঙ্গে যৌথ অপারেশন চালিয়েছিল সন্ত্রাসদমন শাখাও। সূত্র: টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।