মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কাজাখস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান করিম মাসিমভকে আটক করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (০৮ জানুয়ারি) তাকে আটক করা হয়।
দেশটির ন্যাশনাল সিকিউরিটি কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, করিম মাসিমভ কাজাখস্তানের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ এর ঘনিষ্ঠ মিত্র। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগের তদন্ত শুরু করার পর বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে।
চলতি মাসের ৬ জানুয়ারি জাতীয় নিরাপত্তা কমিটি রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। ওই দিনেই তাকে আটক করা হয়।
নিরাপত্তা বাহিনী কয়েক দিনের সহিংসতার পর শুক্রবার কাজাখস্তানের প্রধান শহর আলমাটির রাস্তা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
রুশ সমর্থিত প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ বলেছেন, তিনি দেশব্যাপী বিদ্রোহ দমন করতে সৈন্যদের গুলি করার নির্দেশ দিয়েছেন। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।