Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিমবিদ্বেষী বক্তব্য, ব্যবস্থা নিতে বললেন সাবেক ৫ প্রতিরক্ষাপ্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন সে দেশের সাবেক পাঁচজন প্রতিরক্ষাপ্রধান, শতাধিক প্রবীণ, আমলা এবং বিশিষ্ট নাগরিক। দেশটিতে সমাবেশ থেকে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার ডাক দেয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে চিঠি লিখলেন তারা। এনডিটিভির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, চিঠিতে তারা লিখেছেন, ভারতের স্বার্থে অবিলম্বে মুসলিমবিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে সর্বোচ্চ স্তরে কড়া ব্যবস্থা নেওয়া দরকার। সেটা করা না হলে সে দেশের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘিœত হবে। আর এতে করে বাইরের শত্রæরা উৎসাহিত হবে। জানা গেছে, স¤প্রতি ভারতে বিভিন্ন জায়গায় গণহারে মুসলিমদের হত্যার ন্যক্কারজনক আহŸান জানানো হয়েছে। বিশেষ করে উত্তরাখÐের হরিদ্দার এবং দিল্লিতে এ ধরনের ঘৃণ্য আহŸান জানানো হয়েছে। ওই চিঠিতে সংখ্যালঘু খ্রিস্টান, দলিত এবং শিখদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জানা গেছে, যারা চিঠি লিখেছেন তাদের মধ্যে রয়েছেন, সাবেক চারজন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল ল²ীনারায়ণ রামদাস, অ্যাডমিরাল বিষ্ণু ভগত, অ্যাডমিরাল অরুণ প্রকাশ, অ্যাডমিরাল আর কে ধবন এবং ভারতের বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল এস পি ত্যাগী। চিঠিটির কপি তারা ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সংসদের উভয় কক্ষের অধ্যক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, তিন বাহিনীর বর্তমান প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সব সংসদীয় দলের নেতাকে পাঠিয়েছেন। প্রসঙ্গত, কিছুদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে হিন্দু ধর্ম সংসদের আয়োজন করা হচ্ছে। সেসব আয়োজনে বক্তারা মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের প্রশংসা করছেন। দিল্লি, হরিদ্বার ও ছত্তিশগড়ের রায়পুরে এ ধরনের হিন্দু ধর্ম সংসদ থেকে মুসলমান নিধনের আহŸান জানানো হয়েছে। এনডিটিভি।

 

 



 

Show all comments
  • ash ৩ জানুয়ারি, ২০২২, ২:২৩ এএম says : 0
    LUCK VELKI LUCK, INDIA VEGGE KHAN KHAN HOYE JAKKKKKKKKKKKK
    Total Reply(0) Reply
  • নিয়ামুল ৩ জানুয়ারি, ২০২২, ৩:৩১ এএম says : 0
    ভারতের স্বার্থে অবিলম্বে মুসলিমবিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে সর্বোচ্চ স্তরে কড়া ব্যবস্থা নেওয়া দরকার।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ