মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় ৭ টা ৩০ মিনিটে কেপটাউনে অবস্থিত পার্লামেন্ট ভবনটিতে আগুন লাগে। দেশটির ফায়ার সার্ভিসের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।
সাউথ আফ্রিকার জরুরী সেবা দপ্তর এএফপিকে জানায়, প্রথমে ছাদে আগুন দেখা গেলেও পরে তা ভবনে ছড়িয়ে পড়ে। পার্লামেন্ট ভবনের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের ঘটনায় বিল্ডিংটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, পার্লামেন্ট ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে ছবিগুলো সত্যতা যাচাই করতে পারেনি এএফপি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট হাউস তিনটি ভবনের সমন্বয়ে গঠিত। এই পার্লামেন্টের মূল ভবনটি নির্মিত হয় ১৮৮৪ সালে। নতুন ভবনগুলো ১৯২০ ও ১৯৮০ সালে নির্মিত হয়। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।