Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুবাইয়ে বর্ষবরণে মাস্ক না পরলে গুনতে হবে ৭২ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:৩৮ পিএম

আগামী ৩১ জানুয়ারি দিবাগত রাতে দুবাইয়ের বিভিন্ন স্থানে বর্ষবরণ অনুষ্ঠান পালন করা হবে। এ সময় বাইরে যারা মাস্ক পরবেন না তাদের জরিমানা করা হবে।
আমিরাতের সর্বোচ্চ কমিটি অব ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সরকারে নতুন এই নিয়ম অনুযায়ী, উৎসবে মাস্ক না পরলে গুনতে হবে ৩ হাজার দিরহাম জরিমানা। বাংলা টাকায় যার পরিমাণ ৭২ হাজার টাকা।
এদিকে করোনা থেকে পরিবারের প্রতিটি সদস্যকে এবং অন্যদের রক্ষার জন্য মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব পালনসহ প্রতিরোধমূলক নির্দেশিকাগুলো কঠোরভাবে পালনে আহ্বান জানান দুবাইয়ের সুপ্রিম কমিটি ও ক্রাইসিস এবং দুর্যোগ ব্যবস্থাপনা চেয়ারপার্সন শেখ মনসুর বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সূত্র : আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুবাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ