Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজাপুরে গাছের ডাল পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু!

রাজাপুর(ঝালকাঠি)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ৩:০২ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের সত্যনগর তুলাতলা তলা নামক এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের ডাল পড়ে মাদ্রাসার ছাত্র মো: ইউসুফ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ইউসুফ একই এলাকার মোঃ আজিজ মোল্লা’র ছোট ছেলে এবং রাজাপুর তালুকদার বাড়ী নূরাণী মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র।নিহতের বড় ভাই ইয়াছিন আরাফাত জানায়--

বুধবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে প্রতিবেশী হাজী বাড়ী সংলগ্ন স্থানীয় মোঃ আনোয়ার হোসেন (কালু) খাঁনের বাড়ীর সীমানায় (রাস্তা সংলগ্ন) একটি রেইনট্রি গাছের ডাল কাটছিলেন আনোয়ার হোসেন কালু’র মেয়ে জামাই মোঃ আল-আমিন। তখন গাছের নিচে পথচারিদের সাবধান করার জন্য কেউ ছিলোনা। ঐ সময়ে গাছের নিচের রাস্তা দিয়ে বাড়ীর উদ্দেশ্যেযাচ্ছিল নিহত শিশু ইউসুফ ও তার সহপাঠি রিয়দ,লাভলি। রিয়াদ ও লাভলি গাছের ডাল কাটার শব্দ পেয়ে দাড়িয়ে যায় কিন্তু ইউসুফ গাছের নীচ দিয়ে রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ গাছের একটি ডাল মাথায় পড়ে আহত হয়। পরে স্বজনরা উদ্ধার করে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার অভিভাবকের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ