Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংলাপ ফলপ্রসূ করতে চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: ইরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ৯:৪৬ এএম

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেছেন, ভিয়েনা সংলাপ ফলপ্রসূ হওয়ার চাবিকাঠি হচ্ছে ইরানের ওপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সমঝোতায় পৌঁছানো। তিনি গতকাল (সোমবার) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা সংলাপের প্রথম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, এবারের বৈঠকে অন্য পক্ষগুলো বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান কর্মকর্তা এনরিক মোরা একথা স্বীকার করেছেন যে, সপ্তম দফা বৈঠকে আলোচনা অনেক দূর এগিয়েছে এবং আরো সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য একটি অবকাঠামো তৈরি হয়েছে।

বাকেরি-কানি বলেন, ইরানের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ সংক্রান্ত যে দু’টি খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়েছে তা নিয়ে আজ মঙ্গলবার থেকে আলোচনা শুরু হবে।

এদিকে পাশ্চাত্যের সঙ্গে ইরানের আলোচনায় মধ্যস্থতাকারী এনরিক মোরা সোমবারের বৈঠক শেষে বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিয়েনা সংলাপে একটি চুক্তিতে পৌঁছা সম্ভব হবে। তিনি বলেন, সব পক্ষ ইতিবাচক মনোভাব দেখালে কয়েক মাসের প্রয়োজন হবে না বরং কয়েক সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে পৌঁছা সম্ভব হবে।

আমেরিকা ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার নিরসন করে ওই সমঝোতাকে আবার পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে এই সংলাপ চলছে।

গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ইরানের সাবেক হাসান রুহানি সরকার পাশ্চাত্যের সঙ্গে ছয় দফা আলোচনা করে। এরপর জুন মাসের নির্বাচনে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি একই আলোচনা গত ২৯ নভেম্বর শুরু করেন। সেটি ছিল সপ্তম দফা সংলাপ। এরপর গতকাল (সোমবার) থেকে অষ্টম দফা আলোচনা শুরু হয়েছে।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ