Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ দিনাজপুরে বিএনপি সমাবেশ

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ১:০৬ পিএম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিলাসপুরে বিএনপি'র সমাবেশ অনুষ্ঠান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আজ বুধবার বিকেলে দিনাজপুরের স্টেশন চত্বর এলাকায় সমাবেশ হওয়ার কথা রয়েছে। সমাবেশে বিএনপি'র কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান ও মিজানুর রহমান মিনু বক্তব্য রাখার কথা রয়েছে। বিএনপি দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান জুয়েল জানান জানান প্রশাসনের অনুমতি সাপেক্ষে স্টেশন চত্বরে সমাবেশের প্রস্তুতি গ্রহণ করা হলে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। পরবর্তীতে লোকো ভবনে সমাবেশের কথা বলা হলেও বিভিন্ন শর্তের বেড়াজালে এখানেও সমাবেশ করা সম্ভব হচ্ছে না। সর্বশেষ দলীয় কার্যালয়ের ভেতরে সমাবেশের প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি নেতৃবৃন্দ। কিন্তু এখানে একটির বেশি মাইক ব্যবহার না করা সহ আরো বেশ কিছু শর্ত আরোপ করায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিছুটা অসন্তোষ বিরাজ করছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিনাজপুরে অবস্থান করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ