বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর জিইসি এলাকায় পাহাড় কাটার দায়ে এরাবিয়ান করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। রোববার পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়।
গত ১৭ ডিসেম্বর পরিবেশ অধিদফতরে পরিদর্শন টিম জিইসি এলাকায় একটি পাহাড়ের ২০ হাজার ঘনফুট মাটি কাটার সত্যতা পায়। এ প্রেক্ষিতে পরিবেশ অধিদফতর কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এতে অভিযুক্ত প্রতিষ্ঠানটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক নূরুল্লাহ নূরী বলেন, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় এরাবিয়ান করপোরেশনের মালিক হাজি মো. নুর ইসলাম এবং স্ত্রী আমেনা বেগমকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৫ লাখ টাকা তৎক্ষণাৎ আদায় করা হয়েছে এবং বাকি ৫ লাখ টাকা সোমবারের মধ্যে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। # র ই সেলিম ১৯/১২/২১ইং
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।