Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু কেন্দ্রে ক্যামেরা চালু করতে রাজি ইরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ৫:৩৫ পিএম

আইএইএ-র সঙ্গে চুক্তি হলো ইরানের। পরমাণু কেন্দ্রে নতুন ক্যামেরা লাগিয়ে তা চালু করতে রাজি ইরান। অদূর ভবিষ্যতে তা চালু হবে। ক্ষতিগ্রস্ত ক্যামেরা বদল করে আবার পরমাণু কেন্দ্রে ক্যামেরা চালু করবে ইরান।

ইরানকে আবার ২০১৫ সালের পরমাণু চুক্তিতে আনতে এখন আলোচনা করছে আমেরিকা, জার্মানি সহ বেশ কিছু দেশ। সেই আলোচনা এখনো সফল হয়নি। কিন্তু তার আগে জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-র সঙ্গে সমঝোতায় এল ইরান। সমঝোতা অনুযায়ী, পরমাণু কেন্দ্রের ক্ষতিগ্রস্ত ক্যামেরা বদল করা হবে। নতুন ক্যামেরা চালু করা হবে।

ইরানের মিডিয়া জানিয়েছে, আইএইএ-র ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, এই সমঝোতা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই ক্যামেরা চালু হলে আইএইএ আবার পরমাণু কেন্দ্রের উপর নজরদারি করতে পারবে। আইএইএ বিবৃতি দিয়ে বলেছে, ইরান ও আইএইএ একসঙ্গে মিলে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করবে। এর মধ্যে তথ্যের বিনিময় এবং বিশেষজ্ঞদের পরিস্থিতি খতিয়ে দেখার বিষয়টিও থাকবে।

আইএইএ জানিয়েছে, তারা ইরানকে ক্যামেরা দেবে। এই ক্যামেরা সহজে ব্যবহার করা যায়। ইরানের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা সহজেই এই ক্যামেরা বিশ্লেষণ করে দেখতে পারবেন। আগামী ১৯ ডিসেম্বর এই ক্যামেরা ইরানকে দেয়া হবে। ডিসেম্বরের শেষে সেই ক্যামেরা লাগানো হবে।

গত জুন মাসে ইরানের পরমাণু কেন্দ্রে ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়। ইরান জানিয়েছিল, অন্তর্ঘাতের কারণে ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ইসরাইলকে এই ঘটনার জন্য দায়ী করেছিল। তবে এই দাবির সমর্থনে তারা কোনো প্রমাণ দিতে পারেনি।

গত সেপ্টেম্বরে ইরান জাতিসংঘের কর্মীদের নজরদারি ক্যামেরায় নতুন মেমারি কার্ড লাগানোর অনুমতি দিয়েছিল। আইএইএ-র তরফে জানানো হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান নয়। তবে এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। সূত্র: এপি, এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ