Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২১ সালে রেকর্ডসংখ্যক সাংবাদিকের জেল হয়েছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ৫:২১ পিএম

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ বৃহস্পতিবার জানিয়েছে, চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত সারা বিশ্বে ৪৮৮ জন সাংবাদিক জেলে ছিলেন - যা ১৯৯৫ সালে গণনা শুরুর পর সর্বোচ্চ৷

মিয়ানমার, বেলারুশ ও হংকংয়ে গণমাধ্যমের উপর হামলার কারণে এত সংখ্যক সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে আরএসএফ৷ অন্যদিকে, ২০২১ সালে ৪৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, যা গণনা শুরুর পর সবচেয়ে কম৷ মধ্যপ্রাচ্যের স্থিতিশীল পরিস্থিতি এর একটি কারণ বলে মনে করছে আরএসএফ৷

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংস্থা আরএসএফ বলছে, ২০২১ সালে ৬০ জন নারী সাংবাদিক আটক হয়েছেন৷ এটিও একটি রেকর্ড বলে জানিয়েছে তারা৷ হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগের মাধ্যমে অনেক সাংবাদিককে আটক করেছে চীন৷ আরএসএফ এর হিসেবে সংখ্যাটি ১২৭, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ৷ এরপরেই আছে মিয়ানমার (৫৩), ভিয়েতনাম (৪৩), বেলারুশ (৩২) ও সৌদি আরব (৩১)৷

আরএসএফ বলছে সিরিয়া, ইরাক ও ইয়েমেনে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় কম সংখ্যক সাংবাদিক ঐ অঞ্চলে গিয়েছেন৷ সে কারণে হত্যার সংখ্যাও কমেছে৷ ২০২১ সালে মেক্সিকোতে সাতজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন৷ এরপরে আছে আফগানিস্তান (৬), ইয়েমেন (৪) ও ভারত (৪)৷

আরএসএফ বলছে, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে একজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন৷ তার নাম বোরহান উদ্দিন মুজাক্কির৷ এছাড়া ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় কারাগারে বন্দি থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়৷ আরএসএফ তার নাম ‘সিটিজেনস জার্নালিস্ট' ক্যাটাগরিতে উল্লেখ করেছে৷

২০২১ সালে বাংলাদেশে তিনজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে আরএসএফ৷ তারা হলেন দৈনিক জনতা ও ঝালকাঠির আঞ্চলিক দৈনিক সময়ের বার্তার নলছিটি প্রতিনিধি খলিলুর রহমান মৃধা, ডেল্টা টাইমসের আহমেদ খান বাবু এবং বাণিজ্য প্রতিদিনের মোহাম্মদ আখতারুজ্জামান৷

আরএসএফ বলেছে, যে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন কিংবা জেলে গেছেন শুধু তাদের তথ্য পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে৷ অর্থাৎ কোনো সাংবাদিক সাংবাদিকতা ছাড়া অন্য কোনো কারণে খুন কিংবা জেলে গিয়ে থাকলে তাদের তথ্য আরএসএফ গণনায় উল্লেখ করেনি৷ সূত্র: এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ