বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কলাপাড়ায় নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের দায়ে এক ইউপি সদস্য পদপ্রার্থীসহ ২ জনকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার মধ্য রাতে নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী জানান, নীলগঞ্জ ইউনিয়নের নৌকা প্রতীকের মিছিল করার দায়ে সমর্থক মো. মাঈন উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দেয়ালে পোস্টার লাগানোর দায়ে ৭ নম্বর ওয়ার্ডের আপেল মার্কার ইউপি সদস্য প্রার্থী ফজলুল হককে ২ হাজার টাকা করেন আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল বলেন, মিছিল করা এবং দেয়ালে পোস্টার লাগানো সম্পূর্ণ আচরণ বিধি লঙ্ঘন।
ইউপি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ২ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন গ্রহণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।