চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
প্র : কেউ যদি নামায শেষ করার পর পরিধানের কাপড়ে নাপাক জিনিস দেখতে পায়; এবং নাপাক কখন লেগেছে জানতে না পারে; তাহলে কি করবে?
উ : নাপাক ধুয়ে পরিষ্কার করে ফেলবে। তবে পুনরায় ওই নামাজ আদায় করার প্রয়োজন নেই।
প্র : নামাজ ছাড়া অন্যান্য সময় অপবিত্র পোশাক পরিধান করা কি জায়েয?
উ : জায়েয, তবে না পরাই উচিত।
প্র : কিবলামুখী হওয়ার ব্যাপারে মক্কাবাসী এবং অন্যান্য শহরে বসবাসকারী মুসলমানের মধ্যে কোন পার্থক্য আছে কি?
উ : হাঁ, আছে। কিবলার ব্যাপারে তিন ধরনের নির্দেশ রয়েছে।
১. শরীয়তের দৃষ্টিতে মসজিদে হারামে অবস্থানকারীরা সোজা কা’বা ঘর-এর দিকে মুখ করে নামায পড়বে। ২. মক্কা নগরীতে অবস্থাকারীরা নামায পড়বে মসজিদে হারাম বা হারাম শরীফ-এর দিকে ফিরে। ৩. আর বিশ্ববাসীর জন্যে কিবলার দিক হলো মক্কানগরীর দিক।
প্র : কিবলার দিক জানার কি কি নিদর্শন রয়েছে?
উ : শহর-নগর ও জনপদে মসজিদ আর সাগর-নদী, ময়দান বা বন-জঙ্গলের ক্ষেত্রে, চন্দ্র-সূর্য ও তারকা দেখে কিবলা ঠিক করতে হবে। বর্তমানে প্রচলিত কম্পাস বা দিক নির্ণয় যন্ত্রের সাহায্যেও কিবলাহ ঠিক করা যায়।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।