Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবিক কারণে বিদেশি নাগরিকদের টিকা দিচ্ছে ইরান: রায়িসি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২১, ১০:১৪ এএম

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ মানবিক কারণে ইরানে বসবাসরত সকল বিদেশি নাগরিককে করোনাভাইরাসের টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। তিনি শনিবার করোনা মোকাবিলার বিশেষ জাতীয় টাস্ক ফোর্সের সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা জানান।

রায়িসি বলেন, মানবিক কারণে ইরানে শুরু থেকেই বিদেশি নাগরিকদের করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হয় এবং বর্তমানে তা পূর্ণ উদ্যোমে চলছে। কোনো কোনো ইউরোপীয় দেশ সবেমাত্র বিদেশি নাগরিকদের টিকা দেয়া শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন। রায়িসি বলেন, মানবিক কারণে ইরানে শুরু থেকেই বিদেশি নাগরিকদের করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হয় এবং বর্তমানে তা পূর্ণ উদ্যোমে চলছে। কোনো কোনো ইউরোপীয় দেশ সবেমাত্র বিদেশি নাগরিকদের টিকা দেয়া শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, করোনার সর্বশেষ ভ্যারিয়েন্ট- অমিক্রন থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি কঠোরভাবে তদারকি করা।

দেশে করোনার টিকার ঘাটতি পড়ার কোনো আশঙ্কা নেই জানিয়ে প্রেসিডেন্ট রায়িসি বলেন, দেশের অভ্যন্তরে টিকা উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিদেশ থেকে টিকা আমদানিও অব্যাহত রয়েছে। কাজেই সকল ইরানি তৃতীয় ডোজ নিলেও যাতে টিকার কোনও ঘাটতি না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে। তিনি জল, স্থল ও আকাশপথের বন্দরগুলোতে আগের চেয়ে ভালো নজরদারি করার আহ্বান জানিয়ে বলেন, সন্দেহজনক ব্যক্তিকে কোয়ারেন্টাইন করার বিষয়টি কঠোরতার সঙ্গে পালন করতে হবে।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ