চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
প্র : গভীর চিন্তা-ভাবনার পর একদিকে ফিরে নামায আদায় করার পর কেউ যদি সঠিক কিবলা জানতে পারে, সে কি করবে?
উ : তার নামায আদায় হয়ে যাবে। পুনরায় ওই নামায পড়ার দরকার নেই।
প্র : নিয়ত কাকে বলে?
উ : নামাযে প্রবেশ করার ইচ্ছাকে নিয়ত বলে।
প্র : এক ব্যক্তির অন্তরে যোহর নামাযের খেয়াল ছিল এবং মুখে উচ্চারণের সময় আসর নামাযের কথা বলে ফেললো; তার নিয়ত শুদ্ধ হবে কি?
উ : এক্ষেত্রে মুখের উচ্চারণ ধর্তব্য নয়, বরং অন্তরের ইচ্ছাটাই প্রাধান্য পাবে। এবং যোহরের নিয়ত সঠিক বলে বিবেচিত হবে।
প্রঃ ওযু ছাড়া আযান-ইকামত দেয়া জায়েয হবে কি?
উঃ আযান দেযা জায়েয, ইকামত দেয়া মাকরূহ।
প্রঃ মুয়াজ্জিনের উপস্থিতিতে তার অনুমতি ছাড়া অন্য কেউ ইকামত দিলে হবে কি?
উঃ হবে। তবে মুয়াজ্জিন এতে নারাজ হলে ইকামত দেয়া মাকরূহ হবে।
প্রঃ এক মুয়াজ্জিন দুই মসজিদে আযান দিতে পারবে কি?
উঃ সংশ্লিষ্ট নামাযটি পড়ার আগে দিতে পারবে।
প্র: নামাজের সামনে দিয়ে কেউ চলে গেলে নামাজের কোন ক্ষতি হয় কি?
উ: না, নামাজের কোন ক্ষতি হয় না। তবে সামনে দিয়ে অতিক্রমকারীর মারাত্মক গোনাহ হয়।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।