Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ শিল্পীর কণ্ঠে ‘লাল সবুজের ফেরিওয়ালা’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২১, ২:৩৭ পিএম

মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রোটিউন থেকে থেকে প্রকাশ পেয়েছে বিশেষ একটি দেশের গান। গানটিতে কণ্ঠ দিয়েছে ১০ জন শিল্পী। তারা হলেন বেলাল খান, লুত্ফর হাসান, পূজা, তাসনিম আনিকা, অবন্তী সিঁথি, মাহতিম সাকিব, মাহাদী সুলতান, তাসমি, ঈষিকা ও শোভন রায়।

কণ্ঠশিল্পী লুৎফর হাসান জানান, এ গানের ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে সোনারগাঁওয়ের পানাম নগরীতে। দিনব্যাপী শুটিং করেছেন শিল্পীরা।

‘লাল সবুজের ফেরিওয়ালা’ শিরোনামের গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা এবং সুর ও সংগীতায়োজন করেছেন শোভন রায়। আর মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে প্রোটিউন ভিডিও টিমের পরিচালনায়।

‘লাল সবুজের ফেরিওয়ালা’ গানটি ইতিমধ্যে প্রোটিউনের নিজেস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ