মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, শত্রুর সামান্যতম আগ্রাসনের বিরুদ্ধেও ইরানের সেনা কঠোর জবাব দেবে। শত্রুর যেকোনো আগ্রাসনের জবাব দিতে ইরানি সেনারা সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন।
তিনি বলেন, আজকে ইরানের নিরাপত্তা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে এবং অনেকের জন্য তা উদাহরণ হয়ে দেখা দিয়েছে। জেনারেল হাজিজাদেহ বলেন, প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শত্রুর জন্য কাটা হয়ে দেখা দিয়েছে।
কমান্ডার হাজিজাদেহ ১৯৮০ থেকে '৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, ওই যুদ্ধে মার্কিন সমর্থিত স্বৈরশাসক সাদ্দামের বাহিনীর বিরুদ্ধে ইরানের যোদ্ধারা যে দৃঢ়তা দেখিয়েছে তার মধ্যদিয়ে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ফুটে উঠেছে।
ইহুদিবাদী ইসরাইল যখন ইরানের বিরুদ্ধে বারবার যুদ্ধের হুমকি দিচ্ছে তখন জেনারেল হাজিজাদে এসব কথা বললেন। সম্প্রতি ইরান এবং ইসরাইলের মধ্যে বিভিন্ন ঘটনায় সামরিক উত্তেজনা বেড়েছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।