Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মোটরসাইকেল থেকে ছিটকে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ৭:৫০ পিএম | আপডেট : ৭:৫৩ পিএম, ২৫ নভেম্বর, ২০২১

নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদে মোটরসাইকেল থেকে ছিটকে লরির চাপায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্বামীও। বৃহস্পতিবার মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাদিয়া আফরোজ আনিকা (২৩)। তার স্বামী আরমান সাকিলকে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাসা নগরীর কর্নেলহাট এলাকায়।
পুলিশ জানায়, স্বামী ও স্ত্রী মোটরসাইকেল করে কোচিং সেন্টার থেকে কর্নেলহাটের বাড়ির দিকে যাচ্ছিলেন। লরিকে ওভারটেক করার সময় মোটরসাইকেল গর্তে পড়ে যায়। এ সময় স্ত্রী লরির চাকার নিচে ও স্বামী ছিটকে বাইরে পড়ে যান। ঘটনাস্থলে স্ত্রীর মৃত্যু হয়। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ