বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে দ্রুতগতির ব্যাটারীচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে।
সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এই দূর্ঘটনা ঘটে। তিনি অটোরিকশা করে সাভারের রেডিও কলোনীর দিকে যাচ্ছিলেন।
নিহত ফাতেমা আক্তার দিনা (১৯) সাভারের উপজেলার ভাকুর্তা ইউনিয়নের চর তুলাতলী গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি ঢাকার শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, দিনা সাভারের ভাকুর্তা থেকে এক বন্ধুর বাসার উদ্দেশ্যে সাভারের রেডিও কলোনির দিকে যাচ্ছিলেন। সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে একটি অটো রিকশা নিয়ে রেডিও কলোনী যাওয়ার পথে সিটি সেন্টারের সামনে গেলে অসাবধানতাবশত অটো রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে যায়।
এসময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।