Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ৫:২২ পিএম

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে জুঁই আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে দেবীগঞ্জ উপজেলার বসুনিয়া পাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত জুঁই ওই এলাকার আ: জব্বারের মেয়ে।


পুলিশ জানান, জুঁই ও তার চাচাত বোন পাকিমনি (৬) সহ প্রতিদিনের মতো বাড়ি সংলগ্ন পুকুরের পাশে খেলা করছিলো। খেলার সময় সবার অগোচরে পুকুরের পানিতে নামতে গিয়ে তলিয়ে যায় তারা। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুকুর থেকে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জুঁই আক্তারকে মৃত ঘোষণা করেন। অপরজন একই এলাকার ননি ইসলামের মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন পুকুরের পানিতে ডুবে শিশু মুত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ