নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দুরন্ত গতিতে সাইকেল চালিয়ে মুজিববর্ষ দুরন্ত মাউন্টেইনবাইক রেসে চ্যাম্পিয়ন হয়েছেন রাকিবুল ইসলাম। শনিবার বান্দরবানে অনুষ্ঠিত টুর্নামেন্টের ১০০ কিলোমিটার রেসে শিরোপা জিততে রাকিবুল সময় নেন চার ঘন্টা ৫২ মিনিট ০১ সেকেন্ড। চার ঘন্টা ৫৩ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়ে রানারআপ হন সায়েম মাহমুদ। চার ঘন্টা ৫৩ মিনিট ৫৫ সেকেন্ড সময়ে তৃতীয় হন শাহাদাত হোসেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। সাইক্লিং ফেডারেশনের সহ-সভাপতি অ্যাডভোকেট সানজিদা খানমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আরেক সহ-সভাপতি আবদুল গাফফার, সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী এবং বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। দিনব্যাপী মাউন্টেইন বাইকের ১০০ কিলোমিটার রেসে অংশ নেন একশ’জন পুরুষ সাইক্লিষ্ট। বান্দরবানের রাজার মাঠ থেকে শুরু হয়ে নীলগিরী অতিক্রম করে নিল দিগন্ত পর্যটন কেন্দ্র থেকে ইউটার্ন নিয়ে মিলনছড়ি পুলিশ চেকপোস্টে খেলা শেষ করেন সাইক্লিষ্টরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।