বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ২জনকে আটক করেছে র্যাব-৩।
রোববার রাতে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মো. জাহেদ হাসান (১৮) ও মো. আব্দুল মুহাইমিনকে (১৮) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ টি চোরাই মোটরসাইকেল ও ১টি মোবাইলফোন উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তার আসামীরা তাদের অপরাধেএ বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ এবং রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে উক্ত গাড়ির চ্যাসিজ নম্বর, ইঞ্জিন নম্বর পরিবর্তন করে কেনা-বেচা করে আসছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।