Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মোটরসাইকেল চুরির পর চ্যাসিজ নম্বর -ইঞ্জিন নম্বর পরিবর্তন বিক্রি করত তারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ২:১১ পিএম

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ২জনকে আটক করেছে র‌্যাব-৩।


রোববার রাতে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মো. জাহেদ হাসান (১৮) ও মো. আব্দুল মুহাইমিনকে (১৮) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ টি চোরাই মোটরসাইকেল ও ১টি মোবাইলফোন উদ্ধার করা হয়।


সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তার আসামীরা তাদের অপরাধেএ বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ এবং রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে উক্ত গাড়ির চ্যাসিজ নম্বর, ইঞ্জিন নম্বর পরিবর্তন করে কেনা-বেচা করে আসছে।


তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোটরসাইকেল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ